Full premium theme for CMS
নাট্যক্রিয়ার ধমণীতে আসকার ইবনে শাইখ
Блогът Web EKM Blog очаквайте скоро..
একেবারে নীরবে নিভৃতেই চলে গেছেন আমাদের গুরু। যিনি নাটকের ক্ষেত্রে প্রথম বাংলা একাডেমী পুরস্কারটি পেয়েছিলেন। কী অদম্য উৎসাহী প্রাণবন্ত মানুষ ছিলেন তিনি। ষাটের দশকেই তিনি তাঁর নাট্যদল প্রতিষ্ঠা করেছিলেন- ‘সাতরং’। কী যে অমত্য স্নেহ পেয়েছেন তাঁর নাট্যসন্তানেরা। আবদুল্লাহ ইউসুফ ইমাম, নাজমুল হুদা বাচ্চু, এমনকি আমিও।
নাটক তিনি যেমন করতেন, চরিত্রেও তিনি ছিলেন নাটকীয়। নাটক নির্দেশনারকালে এতো আবেগপ্রবণ হয়ে উঠতেন যে, কখনো-সখনো মাত্রা ছাড়িয়ে যেতেন। মঞ্চে অভিনয়ের সময় আমাদের কাউকে সাথে থাকতে হতো, যদি না আবার তিনি মঞ্চেও ঢুকে যান- এই ভয়ে।
আবদুল্লাহ আল-মামুনের প্রতিভার প্রতি তিনি ছিলেন অন্ধ। তাঁর বাড়িটা প্রায় বিনামূল্যে ভাড়া দিয়েছিলেন তিনি। মামুনভাই ভাড়া দিতে পারতেন না নিয়মিত। কোনো আফসোস ছিলো না তাঁর। তিনি নাটক লেখা শেখাতেন, অভিনয় শেখাতেন- নাটকের শুরু কিভাবে করতে হয়, সেখান থেকে। যদি ভুল লিখি, কাটাকাটি করে আবার নতুন করে লিখতে হবে। স্থান, কাল স্পষ্টভাবে লিখতে হবে। প্রথম পাতা যদি বেশি কাটাকাটি হয় তাহলে ছিঁড়ে ফেলো, নতুন করে লেখো। তাঁর প্রতিটি মুহূর্ত কাটতো উত্তেজনায়। যখন তিনি লিখতেন তখনও উত্তেজিত।
প্রথম জীবনেই কলেজ অধ্যাপক। তার আগে এম.এ পাশ করেই তাঁর প্রিয়তম লেখক তারাশংকরের গ্রাম লাভপুরে শিক্ষকতা নিয়েছিলেন। তারপর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে। কী আবেগ তাঁর তারাশংকরের প্রতি! ‘অগ্রদানী’ গল্পটা যে কতবার শুনেছি তাঁর কাছ থেকে!
তিনি কত যে সুযোগ সৃষ্টি করতেন আমাদের জন্য- তা বলে শেষ করা যাবে না।
সেই আসকার ইবনে শাইখ মুক্তিযুদ্ধের পর বিতর্কিত হয়ে গেলেন। বেশ বিতর্কিত। টেলিভিশনেও নিষিদ্ধ। তাঁর সেই অর্গলমুক্ত করার সংগ্রামে আমিও লিপ্ত ছিলাম। কিন্তু তিনি শুরু করলেন এক ধরনের মাহাত্ম্য প্রচার। সেই প্রচার পঁচাত্তর পরবর্তী সরকারগুলোর জন্য প্রয়োজনীয় হয়ে গেলো। তাঁর ভাবনা তাদেরই পক্ষে গেল। যখনই তারা ক্ষমতায় আসে, তিনিও ক্ষমতাবান হয়ে যান। এইখানেই সংকট। অসাম্প্রদায়িক শক্তির সাথে তাঁর যোগাযোগ কম। এই দূরত্ব বাড়তেই থাকে। তারপর আমরাও তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।
এভাবেই এই একনিষ্ঠ, জেদী, আবেগপ্রবণ নাট্যকর্মী নিজেকে সরিয়ে নেন। ফিরে যান তাঁর একান্ত বলয়ে। আমরাও দূরে সরে যাই। এরমধ্যেও তাঁর সাথে কদাচিৎ দেখা হতো। সেই ‘স্যার’, সেই ‘মামুন কেমন চলছে?’ কিন্তু আমাদের রক্তমাংসে, নাট্যক্রিয়ার ধমণীতে তিনি আছেন- তিনি আসকার ইবনে শাইখ।
মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব