Full premium theme for CMS
বান্ধব তোমার জন্য
Блогът Web EKM Blog очаквайте скоро..
বান্ধব তোমার কথা ভাবলেই এই বাংলার
পথঘাট, উদার প্রান্তর, নদী, দীঘি, খাল বিল,
পাল তোলা নাও, ফিঙে, শ্যামা পাখি, গ্রামীণ দুপুরে
ঘুঘুর উদাস ডাক, জ্যোৎস্নারাতে বাউলের হাতে
ঝঙ্কৃত দোতারা, সর্বোপরি রবীন্দ্রনাথের গান
আর দেশ বিদেশের সঙ্গীত সাধকদের দীর্ঘ
সাধনার রূপ জেগে উঠে চিদাকাশে। কী ক’রে যে
নিজের ভেতরে তুমি সব কিছু করেছ ধারণ-
এ এক বিস্ময় আজো আমার নিকট। সত্য, শিব,
সুন্দরের ধ্যানে কাটে তোমার প্রহর নিত্যদিন,
তোমাকে করে নি স্পর্শ সাম্প্রদায়িকতা কোনো কালে।
প্রগতি প্রবল টানে তোমাকে এবং এই বিশ্ব-
মানবের কল্যাণ তোমার কাম্য, তাই তোমাকেই
শ্রদ্ধাঞ্জলি দিই, দিই ভালোবাসা, হে সুরসাধক।
শামসুর রাহমান : বাংলাদেশের প্রয়াত প্রধান কবি