Bookmaker Bet365.com Bonus The best odds.

Full premium theme for CMS

কাজী মনির : একজন সত্যবাদী শিল্পী

Блогът Web EKM Blog очаквайте скоро..

কাজী মনির একজন শিল্পীর প্রতিকৃতি। তিনি অবিরাম কাজ করে করে গড়ে তুলেছিলেন সোপার্জিত নন্দনতত্ব। তাঁর সারফেস- ক্যালেন্ডার, পোস্টারের পেছনের পাতা কিংবা মোটা যেকোনো কাগজ, আর রঙ- প্রেসের কালি। ছুরি, চামচ, সার্জারিক্যাল টুলস তাঁর হাতে তুলি হয়ে ওঠে। তিনি আঁকেন নিসর্গ, মানুষি ফিগার, অভিব্যক্তিময় মুখাবয়ব কখনো বা নির্বস্তুক বিষয়-আশয়।

এ কথা সত্য, শিল্পের যতশত ব্যাকরণ থাকুক না কেনো- শেষ কথা ব্যাকরণহীনতা কিংবা নতুন ব্যাকরণ। একাডেমির জলে মিশে জল- তেলে মিশে তেল নয়, বরং অনুভবের সত্যনিষ্ঠ প্রকাশই শিল্প। কাজী মনির সত্য প্রকাশ করে চলেছিলেন দীর্ঘকাল জুড়ে। তাঁর নিসর্গ দৃশ্যে জমিন কিংবা গাছের পাতার ডিটেইল ও পারস্পেক্টিভ খুবই বাস্তবানুগ। কাগজে এচ্ করে করে লাইন প্রধান দৃশ্য- গাছের ডাল, পাতা, পাতার গুচ্ছ, মেঠোপথ, বাঁশের বেড়ায় আলো ছায়ার খেলা- এঁকেছে তিনি বারবার। পাথর আঁকতে গিয়ে পাথরের কাঠিন্য, জল আঁকতে জলের স্বচ্ছতা, আর আকাশ যেনো বা পেঁজা তুলা- ইত্যাদি ঘনবাদীতার ঘোর পাওয়া যায় তাঁর কাজে। মানবিক প্রেম তাঁর একটি প্রধান বিষয়, যাকে তিনি প্রায়শ দেখেছেন যুগল পাখি রূপে। কেন্দ্রীয় কম্পোজিশনপূর্ণ এ-সকল চিত্র সর্বকালীন ভাবাবেগপূর্ণ। তাঁর মুখাবয়ব প্রধান শিল্পকর্মে দেখা যায় আদিম, মৌন অথচ কঠোর অভিব্যক্তি। বস্তুর প্রকাশে বস্তুগত গঠনের সাথে নিজের অনুভবের সত্যনিষ্ঠ প্রকাশের মিশেলে তাঁর চিত্রতল হয়ে ওঠে অভিব্যক্তিবাদী শিল্পের মহিমায় পূর্ণ। এছাড়াও তিনি নির্বস্তুক চিত্র এঁকেছেন অনেক। আপন মনে রঙ- রেখা ও স্পেসগত বিবিধ সমস্যা সমাধান করেছেন নানাভাবে। সাদামাটা মিডিয়াম নিয়ে যে অপরিসীম চিত্রগত সম্ভাবনা আমরা দেখি তাঁর কাজে, তা সম্ভব হয়েছে শিল্পের প্রতি পরম মমতা ও শ্রমের কারণে।

এরকম একজন সত্যবাদী শিল্পীকে আমরা হারালাম বড় বেশি অসময়ে। তাঁর কাজকে যদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, ন্যূনতম পরিচিত করিয়েও দিতে পারি কারো কারো মাঝে- তবে যদি কিছুটা দায় শোধ হয়। শোধ হবে তো!

শাহীনুর রহমান-চিত্রশিল্পী। মঞ্চনাটকের সেট ডিজাইনার। শিল্প নির্দেশক ‘থিয়েটারওয়ালা’